রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন
মিজান আহমদ, পাইলগাঁও (জগন্নাথপুর) ইউনিয়ন সংবাদদাতা: ২০ জুলাই বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা জমির উদ্দিন এবং সেক্রেটারি মাওলানা আব্দুল হাফিজ ও প্রচার সম্পাদক মাওলানা ফখর উদ্দিনগণের উপস্থিতিতে এবং উপস্থিত সকল সদস্যবৃন্দের স্বতঃস্ফূর্ত সমর্থনে নিম্নোক্ত কমিটি ঘোষণা করা হয়। সভাপতি মাওলানা বাহাউদ্দীন, সেক্রেটারি মুফতি ইমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ আব্দুর রহমান জুয়েল, অর্থ সম্পাদক মাওলানা ফুযায়েল আহমেদ, যুব বিষয়ক সম্পাদক মাওলানা আশরাফুর রহমান, ছাত্র বিষায়ক সম্পাদক মীম আশরাফ খানসহ সর্বমোট ৩১ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহি কমিঠি গঠন করা হয়। এ সময় পাইলগাও ইউনিয়নের সদ্য বিদায়ী সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম এবং সেক্রেটারি মাওলানা আব্দুল ওয়াজিদ উপস্থিত ছিলেন।
আরোও উপস্থিত ছিলেন মাওলানা আলাউদ্দিন, মাওলানা সুহেল আহমদ, মাওলানা নোমান আহমদ, মাওলানা ফখরুদ্দিন, আবুল খাছ, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা শিব্বির আহমদ, ছাত্র জমিয়ত সেক্রেটারি রেজাউল করিম এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল বাশার হামিদীসহ অনেকেই।