রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন
এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আনছার উদ্দিন বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামি জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হতে চাই। তিনি বলেন, আগামি দিনে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপি সুসংগঠিত হয়ে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। আওয়ামী সরকার যে সকল নেতাকর্মীদের হামলা মামলা দিয়ে নির্যাতন চালিয়েছে, এসব নির্যাতনের জবাব দিতে হলে দেশীনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর আসনে অধিষ্টিত করতে হবে এবং ছাত্রদল ভ্যানগার্ড হিসাবে কাজ করতে হবে। শুক্রবার বিকাল ৪টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের (প্রস্তাবিত) সভাপতি আব্দুল কাদির জিলানীর সভাপতিত্বে ও ছাত্রদল নেতা শহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট মদন মোহন বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্রদল সভাপতি কাজী মেরাজ, সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা মোঃ লুৎফুর রহমান।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মহির উদ্দিন মহির, সাধারণ সম্পাদক মোঃ নুর আলী, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সুহেল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা মুরাদ চৌধুরী, উপজেলা যুবদলের সহ-সভাপতি ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ছালিক আহমদ, পূর্বপাগলা ইউপি যুবদল সভাপতি রুকন উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি লুৎফুর রহমান, ছাত্রদল নেতা খালেদ আহমদ, মাহবুবুর রহমান সাফওয়ান, ওবায়দুর চৌধুরী, মামুন আহমদ, ইমরান আহমদ প্রমুখ।