সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন
দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: দক্ষিণ সুনামগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের শাখা পূর্ণঃগঠন করা হয়েছে। কাজী এম জমিরুল ইসলাম মমতাজকে সভাপতি ও মাওলানা ছমির উদ্দীন সালেহকে সাধারণ স¤পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা শান্তিগঞ্জ বাজারে কাজী এম জমিরুল ইসলাম মমতাজের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক মাওলানা ছমির উদ্দীন সালেহের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মুছা মোল্লাহ। এ সময় বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিসের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ হুসাইনী, সহ-সাধারণ স¤পাদক হাফিজ আক্তার হসাইন, বায়তুলমাল স¤পাদক মাওলানা জুবায়ের আহমদ, প্রচার ও অফিস স¤পাদক মাওলানা এনামুল হক মিলন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুছা মোল্লাহ বলেন, দল, দেশ ও ইসলামের জন্য আমাদের সাবাইকে নিরলসভাবে নিবেদিত হয়ে কাজ করতে হবে।