শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন
মোফাজ্জল হোসেন হিরা, ধর্মপাশা (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরের ফসলরক্ষা বাঁধের অগ্রগতি বিষয়ক এক মতবিনিময় সভা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাবিটা নীতিমালা বাস্তবায়ন কমিটির সভাপতি মো. মামুন খন্দকারের সভাপতিত্বে বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালিব খান, সেলবরষ ইউপি চেয়ারম্যান নুর হোসেন, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, সাংবাদিক সালেহ আহমদ, এনামুল হক এনি, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের ধর্মপাশা উপজেলা কমিটির সদস্য সচিব চয়ন কান্তি দাস, পিআইসি দেলোয়ার হোসেন প্রমুখ।