বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পৃথক স্থানে বজ্রপাতে হতাহত ৪ নিজ এলাকার মানুষের পাশে রয়েছেন এমপি প্রার্থী রশিদ মিয়া সম্প্রসারণবাদ, আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী গণজোয়ার সৃষ্টি করে মজলুম গাজাবাসীদের পাশে দাঁড়ানো উম্মাহর আবশ্যিক দায়িত্ব দিরাইয়ের সাবেক এমপির স্ত্রী-মেয়েকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ ভারতের ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করতে লিগ্যাল নোটিশ পাচার হওয়া মেধা ফিরিয়ে এনে উন্নত দেশ বিনির্মাণে ড. ইউনূসের যুগান্তকারী কৌশল দিরাইয়ে ফিলিস্তিনের পক্ষে স্বতঃস্ফূর্ত হরতাল পালিত দিরাইয়ে যথাযোগ্য মর্যাদায় ঈদুল ফিতর পালিত দেশে দেশে ঈদ উদযাপিত দেশের আকাশে দেখা গেছে শাওয়াল মাসের চাঁদ, ঈদ কাল
‘সুচির মনে রাখা উচিত, রোহিঙ্গাদেরও মানবিক অধিকার আছে’

‘সুচির মনে রাখা উচিত, রোহিঙ্গাদেরও মানবিক অধিকার আছে’

আমার সুরমা ডটকম ডেস্ক‘অং সান সুচি যখন গৃহবন্দি ছিলেন তখন তার বিরুদ্ধে মানবতাবিরোধী কার্যক্রমের জন্য আমরা প্রতিবাদ করেছিলাম। তার এখন মনে রাখা উচিত, রোহিঙ্গাদেরও মানবিক অধিকার আছে।’ শান্তিতে নোবেলজয়ী যুক্তরাজ্যের ম্যারেইড ম্যাকগুয়ার একথা বলেছেন। বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলন করেন ম্যারেইড ম্যাকগুয়ারসহ বাংলাদেশ সফররত তিন নোবেলজয়ী। অপর দুইজন হলেন ইরানের শিরিন এবাদি এবং ইয়েমেনের তাওয়াক্কুল কারমান। সংবাদ সম্মেলনে তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। রাখােইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনকে তারা গণহত্যা বলে অভিহিত করেছেন। সুচির প্রতি নিরবতা ভাঙার আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী এই তিন নারী জানিয়েছেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে তারা সুচির সঙ্গে সরাসরি কথা বলতে চান। রাখাইনে সফরেরও ইচ্ছা ব্যক্ত করেন তারা।

সম্মেলনের শুরুতে কারমান বলেন, আমি ভাষা হারিয়ে ফেলেছি। রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে যা জেনেছি তাতে পরিষ্কার যে সেখানে গণহত্যা চলছে। শিশুদের হত্যা করা হচ্ছে। নারী ধর্ষণও সেখানে হচ্ছে। সুচির প্রতি তিনি প্রশ্ন রাখেন, ‘আমার নোবেল জয়ী বোন অং সান সুচি এখনও চুপ কেন?’

ম্যারেইড ম্যাকগুয়ার বলেন, আমরা সবাই মানব পরিবারের সদস্য। সুচির গৃহবন্দি থাকার সময় তার বিরুদ্ধে মানবতাবিরোধী কার্যক্রমের জন্য আমরা প্রতিবাদ করেছিলাম। তার এখন মনে রাখা উচিত, রোহিঙ্গাদেরও মানবিক অধিকার আছে।

শিরিন এবাদি জানান, রোহিঙ্গাদের ওপর সংঘটিত মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক আদালতে আন্তর্জাতিক আদালতে এই বিচার কাজের জন্য দুটি উপায় রয়েছে। সংশ্লিষ্ট দেশ আন্তর্জাতিক আদালতের সদস্য হয়ে থাকে তাকে সরাসরি নিয়ে যাওয়া যায়। অথবা, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে আন্তর্জাতিক আদালতে এদের বিচার সম্ভব। সুদানের উদাহরণ টেনে তিনি বলেন, আন্তর্জাতিক আদালতের সদস্য না হওয়া সত্ত্বেও নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপে সুদানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com