শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:২৫ অপরাহ্ন
এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই শ্লোগানকে সামনে রেখে ২য় বারের মতো দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্প মূল্যে খাদ্যশস্য বিতরণ শুরু হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলার শিমুলবাক ইউনিয়নের রামেশ্বরপুর বাজারে মেসার্স আফতার ট্রেডার্সের স্বত্বাধিকারী শাকির আহমদ’র ডিলার পয়েন্টে ১০টাকা কেজির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিমুলবাক ইউপি চেয়রাম্যান মিজানুর রহমান জিতু ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আতাউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সদস্য সৈয়দূর রহমান, মুজাহিদ, লাল মিয়া, হায়াতুল ইসলাম, মহিলা সদস্যা সুলতানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস সহকারী জাকির হোসেন, গন্যমান্য আব্দুর রহিম কাছা মিয়া, ছমির, জামাল উদ্দিন প্রমূখ।
অপদিকে উপজেলার শিমুলবাক ইউনিয়নের জীবদ্বারা বাজারের ডিলার মেসার্স মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. লিয়াকত আলীর ডিলার পয়েন্টে সকাল ১১টায় স্বল্প মূল্যে খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এছাড়াও উপজেলার সবকটি ডিলার পয়েন্টে ২য় বারের মতো স্বল্প মূল্যে খাদ্যশস্য বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
এদিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের আওতাধীন ১ হাজার ৭৫০ জন ক্ষতিগ্রস্ত কৃষদের মাঝে বিজিএফ’র ৩০ কেজি চাল ও নগদ ৫শত টাকা করে বিতরণ করেন ইউপি চেয়ারম্যান নুর কালাম। এ সময় উস্থিত ছিলেন ইউপি সদস্য মিজানুর রহমান, জুবায়েল আহমদ, ময়না মিয়া, আবুল খয়ের, সদস্যা শিরাজুন নেছা প্রমূখ।