রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন
এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের জনন্দিত চেয়ারম্যান মো. মনির উদ্দিন স্বাধীনতা সম্মাননা এ্যাওয়ার্ড ২০১৮-তে ভূষিত হলেন। গত ১৪ই মার্চ বাংলাদেশ চলচিত্র (এফডিসি)’র ফজলুল হক অডিটোরিয়ামে, বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে, সমাজসেবায় বিশেষ অবদানের জন্য আনুষ্ঠানিকভাবে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনির উদ্দিনের হাতে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উপদেষ্টা শাহরিয়ার নাজিম অপু স্বাক্ষরিত একটি সনদ ও একটি ক্রেস্ট প্রদান করেন অতিথি বৃন্দরা।
এ ব্যাপারে দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনির উদ্দিন জানান, আমি জনগনের সেবা করার জন্য এসেছি। মানুষ আমাকে ভালবেশে নির্বাচিত করেছেন। আমিও তাদের ভালবাসার মূল্যায়ন দিয়ে যাচ্ছি। আগামী দিনেও এ ইউনিয়নের মানুষের জন্য আমি কাজ করে যাবো। আমার ইউনিয়নকে উপজেলার মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলার জন্য কাজ করে যাচ্ছি।