সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:০১ পূর্বাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের হরিপুর গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে হরিপুর গ্রামের সুরমানদীর তীরে ডাকাতির প্রস্তুতিনিতে গেলে এলাকাবাসী কয়েকজনকে দেখে সন্দেহ হলে তাদেরকে পুরো গ্রামবাসী প্রাণপন চেষ্টায় আন্তঃডাকাত দলকে আটক করে জামালগঞ্জ থানায় খবর দিলে পুলিশ তাদের থানায় নিয়ে আসে।
ডাকাত দলের সদস্যরা হলেন কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার বড়কান্দ নয়াহাটির আজগর আলীর ছেলে মুখলেছ, শরীফপুর (সাদিপুর) গ্রামের তাজুল ইসলামের ছেলে জুনায়েদ মিয়া, জামালগঞ্জ উপজেলার উত্তরকামলাবাজ গ্রামের আব্দুল মোতালিব মিয়ার ছেলে লোকমান মিয়া, দূর্লভপুর গ্রামের মৃত জয়নুল্লাহর ছেলে বাদশাহ মিয়া, ফতেপুর গ্রামের আ. রহমানের ছেলে লালমিয়া।
পুলিশকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতরা জানায়, আন্তঃ ডাকাত দলের সদস্যরা পার্শ্ববর্তী সুনামগঞ্জ সদর উপজেলার জয়নগর বাজারে স্বর্ণের দোকানে ডাকাতি করার প্রস্তুতি নিয়েছিল।
এ ব্যাপারে পুলিশ জানায় ডাকাতদের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় ডাকাতির নিয়মিত মামলা রুজু করে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলা নং-৫, ১৯.০৩.১৮।