রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা উপজেলা প্রশাসনের ব্যাবস্থাপনায় ১৯৭১ সালে পাক হানাদারদের সাথে সম্মুখ যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা তালেব ও শহীদ মুক্তিযোদ্ধা কৃপেন্দ্র দাসের সমাধিতে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে। রবিবার বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা তালেব ও শহীদ মুক্তিযোদ্ধা কৃপেন্দ্র দাসের সমাধিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পুষ্পস্তবক অর্পন ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশিদ, দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দীন চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা রাধা কান্তা, মনসুর আলী, জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ্র সরকার, আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত চৌধুরী টপ্পা, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক নূর হোসেন, যুবলীগ নেতা হাসান মাহমুদ তারেক, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ স¤পাদক সোহেল তালুকদার, সাংবাদিক নূরুল হক প্রমুখ।