বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
দক্ষিণ সুনামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্যসেবা সপ্তাহ ১৬-২০ এপ্রিল ২০১৯ ইং পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার চত্বর থেকে র্যালি বের হয়ে র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্লাহর কার্যালয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দীনের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য সহকারি পরিদর্শক মোঃ মাসুক আহমদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর স¤পাদক দিলীপ কুমার তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, উপজেলা সহকারী মৎস্য অফিসার লিয়াকত আলী, উপজেলা স্বাস্থ্য স্যানেটারী অফিসার মোঃ শহীদ উল্লাহ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষণ চক্রবর্তী, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ স¤পাদক মোঃ নুরুল হক, সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমদ, এনজিও কর্মকর্তা দিলারা বেগম, পশ্চিম পাগলা ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শিকা গৌরী চক্রবর্তী, জয়কলস ইউনিয়ন পরিদর্শক এ কে এম জাহিদুল ইসলাম প্রমুখ।