শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন
মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে দিরাই বাজারের ব্যবসায়িরা (মালিক-কর্মচারী) হাতে কোন ধরণের গ্লাভস বা নিরাপত্তা ছাড়াই অবাধে মালামাল বিক্রি করছেন। শুক্রবার দিরাই বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
সরেজমিন বাজার ঘুরে দেখা যায়, মাছ বাজার, কাচা মালের বাজার (সবজি ও ফলমূল), মুদি দোকান, ফার্মেসীসহ কারো হাতেই নিরাপত্তামূলক কোন ব্যবস্থা নেই। ফলে বাইরে থেকে আসা এসব মালামাল কতুটুক ঝুঁকিমুক্ত, এ প্রশ্ন দেখা দিয়েছে সর্বত্র।
তবে ব্যবসায়িরা জানালেন অন্য তথ্য। মাছ ব্যবসায়িরা জানান, গ্লাভস হাতে নিয়ে কাজ করলে মাছের আঘাতে তা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সবজি ও ফলমূলের ব্যবসায়িরা বলেন, গ্লাভস না হলেও কোন সমস্যা নেই। মুদি ব্যবসায়িরা জানান, গ্লাভস ব্যবহার করে মালামাল বিক্রি করতে হবে, বিষয়টি তারা জানেন না। বেশ কয়েকটি ফার্মেসীতে গিয়ে দেখা যায়, তাদের কারো হাতেই গ্লাভস নেই। তারা জানান, বাজারে গ্লাভস পাওয়া যাচ্ছেনা।
দিরাই বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি মোঃ কামাল উদ্দিন বলেন, আমরা এ ব্যাপারে ব্যবসায়িদেরকে অবগত করেছি, যেন তারা নিরাপত্তা সহকারে হাতে গ্লাভস বা অন্য কোন জিনিস লাগিয়ে মালামাল বিক্রি করে।
গ্লাভস ছাড়া মালামাল বিক্রিতে করোনার কোন ঝুঁকি আছে কি না-জানতে চাইলে দিরাই থানার অফিসার ইন-চার্জ কেএম নজরুল ইসলাম জানান, মূলত নিরাপত্তামূলক অনেক জিনিসই আমাদের কাছে নেই, আর সাধারণ পর্যায়ে যারা আছে, তারাতো আরো ঝুঁকিতেই রয়েছে। তবে মাস্ক ও গ্লাভস ব্যবহার করতে আমরা উদ্বুদ্ধ করছি।
গ্লাভস ছাড়াই বাজারে ব্যবসায়িরা মালামাল বিক্রি করছে, তাতে করোনা ভাইরাসের কোন জীবাণু আক্রমণ করতে পারে কি না-জানতে চাইলে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বলেন, কাজ করলে হাতে জীবানু আসতে পারে, হাতটি যদি সে নাকে, মুখে-চোখ না লাগায়, তাতে কোন সমস্যা নেই। গ্লাভস ব্যবহার করলে ভালো, আমরা এ ব্যাপারে সচেতন করেছি, ইতিমধ্যে লিফলেট ও মাইকিং করা হয়েছে। তাছাড়া প্রতিদিন মোবাইল ও টেলিভিশনের মাধ্যমেও সচেতন করা হচ্ছে। সবচেয়ে ভালো হাত দিয়ে কিছু ব্যবহার করা পর ভালো করে হাত ধৌত করবে।