শনিবার, ১২ Jul ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
করোনা সংক্রমণরোধে দীর্ঘদিন ধরে আগাম জামিন শুনানি বন্ধ রেখেছিলেন সুপ্রিম কোর্ট প্রশাসন। আগামী ২২ আগস্ট থেকে আবার আগাম জামিন শুনানি শুরু হবে।
মঙ্গলবার (১৭ আগস্ট) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে আগামী ২২ আগস্ট থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চগুলোতে আগাম জামিন শুনানি নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চগুলো শুনানির বিষয়ে সময় নির্ধারণ করবেন।