শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন
এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ: প্রবীণ রাজনীতিবিদ, আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও আইন মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত মারা যাওয়ায় তার মৃত্যুতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বজ্জন রাজনীতিবিদ জননেতা এমএ মান্নান এমপি গভীর শোকপ্রকাশ করেছেন। প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, বাবু সুরঞ্জিত সেনগুপ্ত ভাটির জনপদের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন আজীবন সংগ্রামী এক জননেতা। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক নেতাকে হারালো। মন্ত্রী তার দীর্ঘ কর্মময় রাজনৈতিক জীবনের প্রতি শ্রদ্ধা জানান। পরিশেষে মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।