বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ: সদ্য প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের সহধর্মীনি ড. জয়া সেনগুপ্তা আসন্ন উপ-নির্বাচনে দিরাই-শাল্লায় নৌকা প্রতিকের মনোনয়ন পাওয়ায় জননেন্ত্রী শেখ হাসিনাকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন। সোমবার বেলা ২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের শান্তিগঞ্জ বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলীর সভাপতিত্বে এক আলোচনা সভার মাধ্যমে জননেন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়। এ সময় অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, আওয়ামীলীগ নেতা মোঃ তেরাব আলী, নজরুল ইসলাম, সাজ্জাদুর রহমান, হাজী আব্দুল ওয়াদুদ, আসাদুর রহমান আসাদ, জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি এ্যাডভোকেট বোরহান উদ্দিন দোলন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, সিনিয়র সহ-সভাপতি প্রভাষক নূর হোসেন, সহ-সভাপতি রাজা মিয়া, রিপন তালুকদার, মনোজ ভট্টাচার্য, জুবেল আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক লিয়াকত আলী, এ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খালেদুর রহমান বাবুল, শাহীন আহমদ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগ নেতা আল মাহমুদ সুহেল, জাহিদুল ইসলাম প্রমুখ।