সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: জামেয়া ইসলামিয়া মানযারুল ইসলাম দারুল হাদীস দলইরগাঁও, কোম্পানিগঞ্জ, সিলেট-এর আল-মানযার ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত ছাত্র সংসদের সমাপণী সভা ও তাকমিল ফিল হাদীস সমাপনকারীদের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন। ২৭ এপ্রিল বৃহস্পতিবার প্রথম অধিবেশনে জামেয়ার ছাত্র ফারুক আহমদ-এর পরিচালনা এবং জামেয়ার মুহাদ্দীস মাওলানা আছির উদ্দিন-এর সভাপতিত্বে দুপুর ১ ঘটিকায় শেষ হয় প্রথম অধিবেশনের কার্যক্রম। দ্বিতীয় অধিবেশনে মাওলানা ইমরান হুসাইন ও মাওলানা কাওসার আহমদ-এর যৌথ পরিচালনা এবং ছাত্র সংসদের সভাপতি মাওলানা আব্দুশ শহীদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামেয়ার মুহতামিম ও মুহাদ্দীস মাওলানা মুফতি সিকন্দর আলি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মাওলানা আছির উদ্দিন, মাওলানা মাহমুদুল হাসান শিক্ষা সচিব অত্র মাদ্রাসা, মাওলানা আব্দুল গণী, মাওলানা জফির উদ্দিন শিক্ষক আঙ্গুরা মাদ্রাসা, মাওলানা হাফিয যাকারিয়া, মাওলানা ইমরান হুসাইন চৌধুরী, মাওলানা কাওছার আহমদ জকিগঞ্জী প্রমুখ। এলাকার মুরব্বীদের পক্ষ থেকে অভিব্যক্তি পেশ করেন বিশিষ্ট মুরব্বী বজলুর রশীদ, মাস্টার আব্দুল জব্বার এবং আহাদ মিয়া। পরিশেষে মাওলানা আছির উদ্দীন-এর দোয়া নসিহতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।