বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : ‘মানুষের স্বাস্থ্যসেবায় জীবন মানের উন্নয়নে’ শ্লোগান নিয়ে করিমপুর ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ড নাগরিক কমিটির যৌথ উদ্যোগে ১৯ ফেব্র“য়ারি শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের নতুন কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ব্র্যাক-টিএইচপি এসএলজি প্রজেক্টের করিমপুর ইউনিয়ন সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বাছির সরদারের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন ব্র্যাকের উপজেলা সমন্বয়কারী মোঃ আব্দুর রাজ্জাক, দিরাই হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সুমিত পুরকায়স্থ। পরিষদের চেয়ারম্যান আছাব উদ্দিন সরদার, ১নং সংরক্ষিত আসনের মহিলা মেম্বার মোছাঃ মজিদা খাতুন, ওয়ার্ড মেম্বার আব্দুল আজিজ, ব্র্যাক-সিইপির রফিকুল ইসলাম, মোঃ ওয়ারিছ মিয়া, মোঃ কামাল হোসেন, আমির হোসেন আপন, রাজেন্দ্র বিশ্বাস রাজু, রাজিয়া বেগম, রেবা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। দিনব্যাপি এই ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সুমিত পুরকায়স্থ ও সহকারি মেডিকেল অফিসার ডাঃ মিজানুর রহমান।
উল্লেখ্য, ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডের ৮টি গ্রামের মধ্যে ৭টি গ্রামের প্রায় দুই শতাধিক রোগি রেজিস্ট্রেশন করেন এবং প্রায় দেড় শতাধিক রোগি দিনব্যাপি প্রাথমিক চিকিৎসার এই সেবা গ্রহণ করেন।