বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের একটি পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো গ্রামের সামছুল হকের মেয়ে সাফিয়া বেগম (৭) ও আব্দুল হকের মেয়ে লিজা বেগম (৮)। নিহতরা সম্পর্কে চাচাত বোন ও পাশের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ছাত্রী। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত দুই শিশু শিক্ষার্থী সাফিয়া ও লিজা স্কুল থেকে বাড়ি এসে পুকুরে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ তাদের খোঁজ না পেয়ে বাড়ির লোকজন পুকুর থেকে লাশ উদ্ধার করে। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান পুকুরে ডুবে দুই শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।