বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: ২৮ ও ২৯ সেপ্টেম্বর’ ১৭ খ্রি. বাংলাদেশে অাশ্রিত মজলুম রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ”উখিয়া ও টেকনাফের” শাপলাপুর বাজার, হোয়াইটকং বাজার, ঠেংখালি, পালংখালি, বালুখালি,গোন্দুম তুমরু, কোনারপাড়া বর্ডার এলাকার ক্যাাম্প সমূহে “মাদরাসা শিক্ষক সমিতি” জগন্নাথপুরের পক্ষ থেকে নগদ ১,৮৭,৫৬৮ (এক লক্ষ সাতাশি হাজার পাঁচশত অাষট্রি) টাকা, ”লন্ডনস্থ ওল্ডহাম মদীনা মসজিদ এণ্ড ইসলামইসলামিক সেন্টার”, লন্ডন-এর ৬,১৩,০০০/(ছয় লক্ষ তের হাজার) টাকা ”এবি হিউম্যান রাইট্স-এর ১,০০,০০০/ (এক লক্ষ) টাকা, ”মুনলাইট হাউজিং সিলেট”-এর ৫০,০০০/ (পঞ্চাশ হাজার) টাকা এবং ব্যক্তিগত পক্ষ থেকে প্রায় ২০,০০০/ (বিশ হাজার) টাকাসহ দুই দিনে মোট ৯,৭০,৫৬৮/(নয় লক্ষ সত্তর হাজার পাচঁশত অাটষষ্ট্রি) টাকার ত্রান সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন মাদরাসা শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা সৈয়দ রেজওয়ান অাহমদ, সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম অালফাজ, সাংগঠনিক সম্পাদক সুপার মাওলানা মখছুছুল করীম চৌধুরী, এমডি মুনলাইট হাউজিং সিলেট, মাওলানা মোঃ নূরুল ইসলাম, এবি হিউম্যান রাইট্স-এর কাউন্টি ডিরেক্টর বাংলাদেশ লিঃ কাজী মাওলানা জালাল উদ্দীন ও তালামিযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি বেলাল আহমদ, হাফেজ নজির অাহমদ হেলাল ও হুমা্য়ুনুর রহমান লেখন প্রমূখ।