সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: মরমী গীতিকার ও সিনিয়র আইনজীবি এডভোকেট জহির আহমদ সোনা মিয়া (৬৩) বুধবার সকাল ১০টায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মরহুমের প্রথম নামাজে জানাজা বুধবার রাত ৯টায় তেঘরিয়া জামে মসজিদ ও মাদরাসা, সুনামগঞ্জ (হাসন রাজার বাড়ির পাশে) অনুষ্ঠিত হয়। দ্বিতীয় নামাজে জানাজা বৃহস্পতিবার বাদ জোহর তার গ্রামের বাড়িস্থ উজানগাঁও জামে মসজিদ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জহির আহমদ সাহেব দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। বিশেষ করে ভাসানপানির আন্দোলন ক্ষেতমজুর সমিতির লালঝাণ্ডার মিছিল, এরশাদ বিরোধি আন্দোলনে তাঁর ভূমিকা ছিল স্মরণিয়। রাজনৈতিক কারণে দীর্ঘদিন কারাবরণ করেছেন। পাশাপাশি তিনি একজন লেখক ও মরমী ধারার গীতিকার ছিলেন। দীর্ঘ সাধনা রচনা করেছেন শত শত মরমী গান। স্বীকৃতি হিসেবে অনেক সম্মাননা লাভ করেছেন। প্রকাশিত হয়েছে কয়েকটি মূল্যবান গানের বই। বাংলাদেশ টেলিভিশনের তালিকাভূক্ত গীতিকার এডভোকেট জহির আহমদ সোনা মিয়া মৃত্যুবরণ করায় সাংস্কৃতিক অঙ্গন থেকে একজন গুণি গীতিকার হারালো। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।