মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : নাগরিক ঐক্যের আহ্বায়ক কারারুদ্ধ মাহমুদুর রহমান মান্নাকে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তিনি হৃদ্যন্ত্র ও কিডনির সমস্যায় ভুগছেন। আজ বুধবার বেলা ১টার দিকে মাহমুদুর রহমান মান্নাকে সেখানে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে গত ৩১ মে হাইকোর্ট মাহমুদুর রহমান মান্নাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসা দেয়ার নির্দেশ দেন। নাগরিক ঐক্যের ছাত্রসংগঠন নাগরিক ছাত্রঐক্যের আহ্বায়ক নাজমুল হাসান বলেন, মাহমুদুর রহমান মান্নার হৃদ্যন্ত্রে রিং পরানো হয়েছিল আগেই। তাঁর অবস্থার অবনতি হয়েছে। হাসপাতালে আনার পর তাঁর কিডনির সমস্যাও ধরা পড়েছে। তিনি এখন কার্ডিওলজি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক অধ্যাপক মো. লিয়াকত আলীর অধীনে ভর্তি আছেন।