মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : রুশ টেনিস তারকা মারিয়া শারাপোভাকে দুবছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ মাদক ‘মেলডনিয়াম’ ব্যবহার করেছেন বলে পরীক্ষায় ধরা পড়ার পর তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হলো। মারিয়া শারাপোভা অবশ্য ফেসবুকে পোস্ট করা এক বার্তায় বলেছেন, তিনি আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল করবেন। এই পদক্ষেপকে তিনি খুব বেশি কঠোর বলে মন্তব্য করেছেন। মারিয়া শারাপোভাকে এর আগে গত মার্চে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। জানুয়ারীতে অস্ট্রেলিয়ান ওপেনের আগে মারিয়া শারাপোভা ডোপিং টেস্টে উত্তীর্ণ হতে পারেন নি। শারাপোভা অবশ্য দাবি করেন যে, তিনি ওষধ হিসেবে এই মাদক গ্রহণ করতেন। মারিয়া শারাপোভা এ পর্যন্ত পাঁচটি গ্রান্ড সøাম জিতেছেন। ২০০৪ সালে মাত্র সতের বছর বয়সে তিনি উইম্বলডন শিরোপা জিতে টেনিস বিশ্বকে চমকে দিয়েছিলেন।