বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ): ছাতক সিমেন্ট কারখানার মূল উৎপাদন প্ল্যান্ট থেকে সুরমা নদীর পারের ট্রান্সপোর্ট ঘাট পর্যন্ত সিমেন্ট পরিবহনের জন্যে স্থাপিত বেল্ট কনভেয়ারে আটকা পড়ে আফজাল হোসেন নামের ১৫ বছরের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সোমবার (১২ জুন) বিকেল প্রায় ৫টায় কারখানার টাইম অফিস সংলগ্ন পয়েন্টে এ ঘটনা ঘটে। আফজাল হোসেন কারখানার সিকিউরিটি গার্ড আবদুল আউয়ালের ছেলে ও উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মর্যাদ গ্রামের বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কারখানা সমবায় সমিতির অধিনে অস্থায়ী শ্রমিক হিসেবে সে কনভেয়ার বেল্টের বিভিন্ন পয়েন্টে কাজ করে আসছে। বেল্ট কনভেয়ার দিয়ে পরিবহনকৃত সিমেন্ট ব্যাগ এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে পতিত হওয়ার সময় প্রায়ই সিমেন্টের বস্তা যথাযথ স্থান থেকে ছিটকে পড়ে। এতে চলমান কনভেয়ার বেল্টে এসব সিমেন্টের বস্তা সঠিকভাবে পরিবহনের জন্যে বিভিন্ন পয়েন্টে সে কাজ করে আসছিল। ঘটনার সময় টাইম অফিস এলাকার একটি পয়েন্টে কাজ করার সময় অসাবধানতা বশত চলমান কনভেয়ার বেল্টে সে আটকা পড়ে। সাথে সাথেই বেল্টের অত্যধিক চাপে তার দেহ থেতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আটকে পড়া মৃতদেহ বেল্টের ভেতর থেকে বের করতে অন্তত: কয়েক ঘন্টা সময় ব্যয় করে। পরে সুরতহাল রিপোর্টের পর ময়না তদন্তের জন্যে পুলিশ লাশ সুনামগঞ্জ মর্গে প্রেরণ করে। কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী আবু সাইদ জানান, কারখানার কো-অপারেটিভের অধিনে অস্থায়ী ভিত্তিতে আফজাল কনভেয়ার বেল্টে কাজ করতো। তার অসাবধানতার জন্যে এ ঘটনা ঘটে।