রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন
মোফাজ্জল হোসেন হিরা, ধর্মপাশা (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের ধর্মাশা উপজেলায় মধ্যনগর থানাধিন বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নে ভিজিএফের চাল ও টাকা বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মধ্যনগর থানা সদরে ৩ কেজি চাউল ও নগদ ৫শত টাকা করে বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নে ১৫ জন মুক্তিযোদ্ধা ও ৫শত ৪১টি পরিবারে বিতরণ করা হয়। এ সময় বিতরণকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন খাদ্য গুদামের ত্রাণ কর্মকর্তা আশিষ রায়, বংশীকুণ্ডা উত্তর ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন, ধর্মপাশা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নূরুল হক, মধ্যনগর থানার যুবলীগ সভাপতি মোস্তাক আহম্মেদ, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, বংশীকুণ্ডা উত্তর ইউপি আওয়ামীলীগ সভাপতি মোঃ আবু সাঈদ, কৃষক প্রতিনিধি শফিকুল ইসলাম সবুজ, ইউপি সদস্য নূরুল ইসলাম, কামাল হোসেন, শুক্কুর আলীসহ দুর্যোগ ও ত্রাণ বিষয়ের সদস্যবৃন্দ।