রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন
মোঃ আবুল কালাম জাকারিয়া: ১০ জুলাই সোমবার সকাল ৯ ঘটিকা হইতে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত জামালগঞ্জ উপজেলা হল রুমে উপজেলা পর্যায়ে ইমাম ও মোয়াজ্জিনগণের ইমাম বাতায়ন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।মাস্টার ট্রেইনার মোঃ জুনায়েদ আহমদ সুজন’র সঞ্চালনায় এতে সভাপতিত্ত্ব করেন প্রসূন কুমার চক্রবর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামালগঞ্জ। স্বাগত বক্তব্য রাখেন মোঃ সাইদুর রহমান মাস্টার ট্রেইনার সুনামগঞ্জ, মোঃ বদরুল ইসলাম মাস্টার ট্রেইনার সুনামগঞ্জ, মুশাররফ আলম মাস্টার ট্রেইনার সুনামগঞ্জ। আরো আলোচনা পেশ করেন মাওঃ এখলাছুর রহমান নাজিমে তা’আলীমাত সাচনা বাজার মাদ্রাসা, মাওঃ নুর উদ্দিন ইমাম ও খতিব জামালগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ, আং গফফার মুহতামীম হাজীপাড়া মহিলা মাদ্রাসা, কাজী রশিদ আহমদ, সিরাজুল ইসলাম মডেল কেয়ারটেকার জামালগঞ্জ, আলী আকবর মুহতামীম কুকড়াপশী মহিলা মাদ্রাসা, আং আউয়াল সাধারন কেয়ারটেকার সাচনা বাজার, কবির আহমদ ইমাম সাচনা পশ্চিমপাড়া জামে মসজিদ, আলেম ও সাংবাদিক মোঃ আবুল কালাম জাকারিয়া, মতিউর রহমান ইমাম হাসপাতাল জামে মসজিদ, হাঃ মরম আলী জামালগঞ্জ থানা মসজিদ প্রমুখ।এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা পরিষদ জামালগঞ্জ। সহযোগিতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম। উক্ত আয়োজনে উপজেলার প্রায় একশত ইমাম ও মোয়াজ্জিনগণ অংশগ্রহণ করেন।সকলেই ইন্টারনেটসহ ইমাম বাতায়নের সদস্য হন ও এ বিষয়ে অবগত হন। এতে সকলেই আনন্দিত ও উর্দ্ধতন কর্তৃপক্ষকে জামালগঞ্জ ইমাম-মোয়াজ্জিনগণ অজস্র ধন্যবাদ জ্ঞাপন করেন।