সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৭:৩৫ পূর্বাহ্ন
মাহমুদুল হক স্বপন, জগদল (দিরাই) ইউনিয়ন সংবাদদাতা: দিরাই উপজেলা জগদল গ্রামের মুরব্বি জগদল বাজার কমিটির তিন বারের সভাপতি লুৎফুর রহমান অকাল মৃত্যুতে শোকসভা পালন করলো জগদল বাজারের সকল ব্যবসায়ী ও এলাকার জনগন। ২৭/০৭/২০১৭ ইং স্হানীয় জগদল বাজারে এসভা ও রেলী অনুষ্টিত হয় ডাঃ হাজ্বী বজলুন্নূরের সভাপতিত্বে ও ডাঃ ইছবর মিয়ার পরিচালনায় বক্তব রাখেন আস্তফা মিয়া ও মরহুমের বড় সন্তান মোঃ এমদাদ হোসেন। এ সময় বাজার ব্যবসায়ীদের মধ্য উপস্হিত ছিলেন কাজ্বী ফিরোজ আলী, শামীম মিয়া, লিটন দাশ, ফয়জুল হক, আঃ মতিন, আজিজ মিয়া, হেলন মিয়া, আমজাদ মিয়া, সাব্বির রহমান, সালমান হোসেন, জমিরুল হক, রুবেল খান, মুজাহিদ, ফরহাদ, জাহিদুল হক শুভনসহ আর অনেকে। সময় বক্তারা বলেন, লুৎফুর রহমান ছিলেন একজন মহৎ মানুষ যার প্রশংসা করা শেষ হবেনা। মরহুমের বড় ছেলে এমদাদ হোসেন বলেন, আমার বাবা আপনাদের পাশে সব সময় ছিলেন তাতে কোন ভুলত্রুটি হলে ক্ষমা করে দিবেন। সবশেষে মরহুমের আত্তার শান্তির জন্য মোনাজাত করা হয় ও ২ মিনিট নিরবতা পালন করা হয়।