শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: বড়লেখা সিএনজি ষ্ট্যান্ডের সদস্য সিএনজি চালক বেলাল আহমদের রবিবার (৬ আগষ্ট) সিএনজি ছিনতাই ও নির্মমভাবে হত্যার প্রতিবাদে মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা সিএনজি ষ্ট্যান্ডের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১০ আগষ্ট) জুড়ী উপজেলা সিএনজি ষ্ট্যান্ডের সভাপতি মতিউর রহমান চুনুর সভাতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুক আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়ন সাধারণ আজিজুল হক সেলিম। এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা সিএনজি ষ্ট্যান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক কুরশেদ আলম গাজী, সাংবাদিক রাজু আহমদ ও সিএনজি চালক কয়েছ আহমদ প্রমুখ।