সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন
দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩নং ওয়ার্ডে আকষ্মিক বন্যা, অতি বৃষ্টি ও পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে শিমুলবাক ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিশেষ কৃষি পূণর্বাসন কর্মসূচি ২০১৭-২০১৮ এর আওতায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিমুলবাক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান জিতু, উপজেলা কৃষি অফিসার মোঃ মুকছেদুল হক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ মানছুরুল হক, সহকারি কৃষি অফিসার মোঃ আব্দুল আলীম, শিমুলবাক ইউপি উপ-সহকারি কৃষি কর্মকর্তা টিটু তালকুদার, উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক শাকির আহমদ, ইউপি সদস্য হায়াতুল ইসলাম, মোজাহিদ মিয়া, সৈয়দুর রহমান, লাল মিয়া, নুরুল হক, নুরুল আমীন, বিলকিছ বেগম, আওয়ামীলীগ নেতা কাছম আলী, ছাত্রলীগ নেতা সালেখ আহমদ, ধ্রুবতারা সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, ইউপি সচিব মিতালী তালুকদার প্রমুখ।