শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন
মাহমুদুল হক স্বপন, জগদল (দিরাই) ইউনিয়ন সংবাদদাতা: দিরাই উপজেলা জগদল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক সমাপনি পরিক্ষার্থীরদেরকে বিদায়ী সংবর্দনা দেয়া হয়। আজ দুপুর দুই ঘটিকায় সংবর্দনা ও দোয়া মাহফিল করা হয়। এ সময় উপস্হিত ছিলেন অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মাস্টার সায়েদ আলী, প্রধান শিক্ষিকা অর্পনা রানী তালুকদার, সহকারী শিক্ষিকা লাকি আক্তার, লাকি বেগম, অফিস সহকারী জাহির আহমদসহ অনেকে। এ সময় প্রধান শিক্ষিকা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তিনি ছাত্রছাত্রীদের বলেন, তোমার মাঝে আছে আগামী দিনের দেশ পরিচালক দোয়া করি সবাই ভালোভাবে পরিক্ষা দাও। সবশেষে পরিক্ষার্থীর পক্ষ থেকে গান ও আবৃত্তি অনুষ্টিত হয়। পরিক্ষার্থী তাসনিয়া ফারহিন তমা বলেন, জগদল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে আমরা যে শিক্ষা পেয়েছি, তা আমাদের জীবনের চলার পথে বড় অবদান। ছোট ছাত্রী তমা চোঁখের পানি ফেলে বলেন, এই বিদ্যালয় ছেড়ে যেতে আমাদের খুব কস্ট হচ্ছে, সবাই আমার জন্য দোয়া করবেন বড় হয়ে যাতে এই বিদ্যালয়ের জন্য কিছু করতে পারি।