শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:২০ অপরাহ্ন
সামিউল কবির, স্টাফ রিপোর্টার: তাহিরপুরে আইডিয়া এসডিসি সমষ্টি প্রকল্পের সহযোগীতায় বালিজুরী ইউনিয়নে সমষ্টি প্রকল্প হতে নির্বাচিত ইউনিয়ন পর্যায়ে অগ্রগামী কৃষকদের নিয়ে প্রাকৃতিক দূর্যোগে খাপ খাওয়ানো ও মোকাবেলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ৯.৩০ ঘটিকায় তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নে আনোয়ারপুর বাজারের ডায়মন্ড অফিসে ১ দিনব্যাপী প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটি শুভ উদ্ভোধন করেন বালিজুরী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জহুর তালুকদার। জানা যায়, প্রশিক্ষণে মূলত হাওর অঞ্চলে কিভাবে প্রাকৃতিক দূর্যোগের সাথে খাপ খাইয়ে আমাদের কিভাবে টিকে থাকতে হবে এবং তার করনীয় বা কি হবে ও তার সক্ষমতাটা কি হবে ইত্যাদি। এছাড়া আগাম বন্যার জন্য কোন ফসল আগে করলে কৃষক বেশি উপকৃত হবে সে জাত সম্পর্কে ধারনা নিতে হবে। তাছাড়া মারাত্মকভাবে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় ভাসমান বেডে সবজি চাষ ও নতুন হিসেবে বস্তা পদ্ধতিতে সবজি চাষও করা যেতে পারে। প্রশিক্ষণে সহায়ক হিসেবে ছিলেন কৃষিবিদ ও আইডিয়া সমষ্টি প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ সিরাজুল ইসলাম, মাঠ সহায়ক সামিউল কবির ও এলএসপি জামাল মিয়া প্রমুখ।