সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন
চান মিয়া, নিজস্ব প্রতিবেদক (ছাতক) সুনামগঞ্জ: ছাতকে আলহাজ্ব ইউছুফ আলী এতিমখানা ও হাফিজিয়া ইবতেদায়ী মাদরাসার দ্বিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ১২ জানুয়ারি বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের রামপুর গ্রামে ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে মাস্টার গোলাম নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের হিউম্যান-রিলিফ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. নাবিল আল রামাদ্বান। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসি কমিউনিটি নেতা জয়নাল আবেদীন ও মাওলানা শাহিন আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক বিশিষ্ট কমিউনিটি নেতা মোশাহিদ আলী। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিউম্যান-রিলিফ ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারী কাসিম টুকান, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, প্রবাসি কমিউনিটি নেতা ও হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের খায়রুল বাশার, মাওলানা মাহমুদুল হাসান, মেহেদী চৌধুরী, নিজার দাহরাম, মুক্তিরগাঁও জামেয়া মোহাম্মদীয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মখছুছুর রহমান, গোবিন্দগঞ্জ শাহওয়ালী উল্লাহ ইসলামী একাডেমির প্রিন্সিপাল মাওলানা আখতার হোসাইন, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা কমর উদ্দিন, গড়গাঁও হামিদিয়া মাদরাসার সুপার মাওলানা আমির আলী, সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান, কাজি মাওলানা আব্দুস সামাদ, উমাইরগাঁও হাফিজিয়া দাখিল মাদরাসা সুপার মাওলানা আহমেদ সফির, শিক্ষক আব্দুল মুমিন, নূরুল¬াপুর দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান চৌধুরী আব্দুল¬াহ, সুপার মাওলানা জাহাঙ্গির আলম, হাজি ইউছুফ আলী এতিমখানা ও হাফিজিয়া ইবতেদায়ী মাদরাসা সুপার মাওলানা ছাদিকুর রহমান, হিফজ বিভাগের প্রধান মাওলানা আব্দুল মুকিত, মাস্টার আছলম আলী। এ সময় উপস্থিত ছিলেন রামপুর শাহজালাল হাইস্কুলের সভাপতি আমির উদ্দিন, মাস্টার ইসলাম উদ্দিন, মরতুজ আলী, হাজি জালাল উদ্দিন, আরিফ আলী গেদা, আব্দুন নূর, সুনাহর আলী, হারিছ আলী, আব্দুল হামিদ, সামছু মিয়া, তেরাব আলী, হুশিয়ার আলী, হাছন আলী, আব্দুস ছুবহান, মকরম আলী, কালা মিয়া, জেবুল হোসেন, বেলাল আহমদ, মনির মিয়া, যুক্তরাজ্যের রাসিম টুকেন, নাইজার দাহান, সাইরাহ জাফর, শিরিন নেওয়াজ, ফরিদা মাহমুদ, মেহমুনা মোল¬াহ, রোকসানা আদাম, কানিজ আলী প্রমূখ। সভায় মারাসার হিফজ সমাপনী বিভাগের ৪ জন হাফেজ ছাত্রের মাথায় পাগড়ি পড়িয়ে দেন ড. নাবিল আল রামাদ্বান। পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী শায়েখ আহমদ। এর আগে ৭৫ লাখ টাকা ব্যয়ে এতিমখানা ও মাদরাসার নবনির্মিত দ্বিতল ভবন ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ড. নাবিল আল রামাদনী বলেন, লন্ডনের হিউম্যান রিলিফ ফান্ড বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষা প্রসারের ক্ষেত্রে মাদরাসা, স্কুল, মসজিদ, মক্তবসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হিউম্যান রিলিফ ফাউন্ডেশন শুধু বাংলাদেশেই কাজ করছেনা বিশ্বের প্রায় সবগুলো দেশেই কাজ করে যাচ্ছে।