রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন সন্ত্রাস ও জঙ্গিবাদ শীর্ষক করনীয় আলোচনা ও ইমাম মোয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় ওরিয়েন্টেশন কোর্সের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারস্থ ইফা অফিসের হল রুমে শেখ মাওলানা জামাল উদ্দীনের সভাপতিত্বে ও দক্ষিণ সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের এমসি মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও সুনামগঞ্জ জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সাংগঠনিক স¤পাদক কাজী এম জমিরুল ইসলাম মমতাজ। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ থানার এস আই সৈয়দ আব্দুল মান্নান, ইমাম ও খতিব মাওলানা আব্দুল খালিক, ইমাম ও খতিব মাওলানা দুলাল আহমদ, মাওলানা রুহুল আমীন, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আব্দুল মুনইন, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা জালাল উদ্দীন, মাওলানা সাজ্জাদুর রহমান, ফয়ছল আহমদ, জয়নুল ইসলাম প্রমূখ।