বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৯ মে বৃহস্পতিবার সুনামগঞ্জ প্রেসক্লাবে এ কমিটি গঠন করা হয়। জানা যায়, মাওলানা মুখতার হোসাইন চৌধুরীকে সভাপতি ও মাওলানা উবায়দুল হক চৌধুরীকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদি এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি হাফিয মাওলানা ত্বাহা হোসাইন (পৌরসভা), জাহাঙ্গীর খান (দক্ষিণ সুনামগঞ্জ), আব্দুল মালিক ত্বোহা (সদর), সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া মাহবুব (দক্ষিণ সুনামগঞ্জ), সাংগঠনিক সম্পাদক নূর আহমদ (সদর), সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই (জগন্নাথপুর), প্রশিক্ষণ সম্পাদক হোফায়েল আহমদ কামরান (জগন্নাথপুর), কলেজ-ভার্সিটি বিষয়ক সম্পাদক ওয়েছ সাইফুল্লাহ (ছাতক), সরকারি মাদরাসা বিষয়ক সম্পাদক উমর ফারুক শিবলী (তাহিরপুর), পাঠাগার সম্পাদক হাফিয সুহাইল আহমদ ইয়াহিয়া (সদর), সাহিত্য সম্পাদক ইফতেষার আলম জাবির (দিরাই), প্রচার সম্পাদক মাহদী হাসান (জামালগঞ্জ), সমাজসেবা সম্পাদক আবু আইয়ুব (বিশ্বম্ভরপুর), অর্থ সম্পাদক হাফিয জিয়াউল করিম (দিরাই), দফতর সম্পাদক সাহেদ আহমদ (পৌরসভা), সদস্য আলামিন জহুর (জামালগঞ্জ), আমির হামজা (শাল্লা), হাসান আল বান্না চৌধুরী (দিরাই), জুবায়ের আহমদ জামিল (বিশ্বম্ভরপুর), আব্দুল গফফার রায়হান (দোয়ারা), মিসবাহ উদ্দিন (তাহিরপুর), আবু জাহেদ (দক্ষিণ সুনামগঞ্জ), সালমান আহমদ (দক্ষিণ সুনামগঞ্জ), জাকির হোসেন (ছাতক), আবু তাহের (শাল্লা), আবু আইয়ুব খান (দিরাই), আছাদ আহমদ (দিরাই), সুলাইমান আহমদ (সদর), কয়েছ আহমদ (সদর), মাহবুবুর রশিদ (বিশ্বম্ভরপুর), আব্দুল্লাহ আল নোমান (দক্ষিণ সুনামগঞ্জ), নেজামুল আলম (ছাতক), তাহমিদুস সালাম (দোয়ারা), হাবিবুল্লাহ খান (ধর্মপাশা), মুখতার হোসাইন (ধর্মপাশা), আব্দুল্লাহ রাজন (দিরাই), বায়েজিদ আহমদ (জামালগঞ্জ), নাসির তালুকদার (জগন্নাথপুর), আব্দুল্লাহ আল আমিন রাহাত (পৌরসভা), ওবায়দুল্লঅহ তাহমিদ (দিরাই) ও হাবিব সালেহ (জগন্নাথপুর)।