মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ আব্দুল মজিদ কলেজে একাদশ শ্রেণির ২৯১৮-২০১৯ শিক্ষাবর্ষের মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার ওরিয়েন্টেশন ক্লাশের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় কলেজের হল রুমে অধ্যক্ষ রবিউল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক জাফর আলীর পরিচালনায় বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মাসুদুর রউফ পল্লব, যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক নিহার রঞ্জন তালুকদার, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক অজয় কুমার দেব, সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ নুর হোসেন, ইংরেজি বিভাগের প্রভাষক মনিরা খাতুন, পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক হেপী চক্রবর্তী, অর্থনীতি বিভাগের প্রভাষক শিবানী দাস প্রমূখ।