শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
দক্ষিণ সুনামগঞ্জে উপকারভোগীদের মাঝে ৫৬ লক্ষ টাকার চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্লাহর সভাপতিত্বে, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এর আয়োজনে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসুচি শীর্ষক ৪ বছর মেয়াদী প্রকল্পের নারী কর্মীদের সঞ্চয়কৃত টাকা, প্রধান অতিথি হিসাবে ৮টি ইউনিয়নের উপকারভোগী ৭৬ জনের মাঝে ৫৬ লক্ষ টাকার চেক বিতরণ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা এলজিইডি প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ থানা ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দীন চৌধুরী, উপজেলা প্রকোশলী (অতিরিক্ত দায়িত্ব) ইফতেখার হোসেন, চেয়ারম্যান শফিকুল ইসলাম, মাসুদ মিয়া, নুরুল হক, আক্তার হোসেন, নুর কালাম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রিপন তালুকদারসহ উপকারভোগী ও স্থানীয় নেতৃবৃন্দ প্রমূখ।