শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের ধর্মপাশায় প্রথম সারির সুপারভাইজারদের কমিউনিটি ক্লিনিক মনিটরিং সুপারভিশন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় বেসরকারি সংস্থা কেয়ার জিএসকের সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রশিক্ষণ কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত এ প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালিব খান।
বুধবার বিকেল সাড়ে ৩টায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা, কেয়ার জিএসকের জেলা আউটরিচ ম্যানেজার আরিফ হোসেন, উপজেলা ব্যবস্থাপক জসিম উদ্দিন প্রমুখ।