সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
২০২২ ইং সালের মধ্যে দেশ থেকে জলাতংক নির্মূলের লক্ষ্যে সুনামগঞ্জ জেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০১৮ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে উপজেলার সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য অফিসার ডাঃ মোঃ জসিম উদ্দীনের সভাপতিত্বে, জয়কলস সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ মাসুক আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবির রহমান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রুবিনা বেগম।
সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ঢাকা মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের কনসালটেন্ট ডাঃ রাশেদ আলী শাহ।
সভায় আরও বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রাণিস¤পদ কর্মকর্তা ডাঃ মানসুরুল হক, জয়কলস ইউনিয় পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সমাপদক মোঃ নুরুল হক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার এইচআই বিনয় ভুষণ চক্রবর্তী, উপজেলা স্যানেটারী অফিসার মোঃ শহীদ উল্লাহ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার এ আইচ আই অসীম রায়, পশ্চিম বীরগাও ইউনিয়নের এএইচআই মোঃ হোসেন আলী, পাথারিয়া ইউনিয়নের এইচআই আবলুছ উদ্দীন, পুর্ব বীরগাও ইউনিয়নের এআইচআই মল্লিকা দেসহ প্রমূখ।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তর জলাতংক নির্মূলের লক্ষ্যে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম আগামী ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত চলবে।