বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরের জয়নাল আবেদীন কলেজকে ডিগ্রিতে উন্নীত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলেজটি ডিগ্রিতে উন্নীত হওয়ায় হাওরাঞ্চল অধ্যুষিত তাহিরপুরের শিক্ষার্থীদের এখন থেকে উচ্চ শিক্ষায় বাধা দুরিভুত হওয়ায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শুক্রবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফণি ভূষণ তালুকদার জয়নাল আবেদীন কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিগ্রি কলেজে উন্নীত করার বিষয়টি নিশ্চিত করেন। বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রেরিত ৪১৬০৫ নং স্মারকের এ সংক্রান্ত চিঠি কলেজ কর্তৃপক্ষের কাছে পৌঁছে।
প্রসঙ্গত: উপজেলার দানবীর বাদাঘাট (উত্তর) ইউনিযনের প্রয়াত ইউপি চেয়ারম্যোন আলহাজ্ব জয়নাল আবেদীন হাওরাঞ্চলের উচ্চ শিক্ষার প্রসারে ১৯৯২ সালে প্রায় ৯ একর সাড়ে ৭ শতক ভুমির ওপর নিজ নামে অত্র উপজেলায় প্রথম কলেজ হিসাবে জয়নাল আবেদীন কলেজটি প্রতিষ্ঠা করেন।
প্রেসবিজ্ঞপ্তি