সোমবার, ০৭ Jul ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার নাম মোঃ সায়েদ মিয়া (৪৯)। সে উপজেলার ফকিরনগর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
শনিবার সকালে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এস আই আশরাফ খান, এ এস আই অনন্ত পাল, এ এস আই উস্তার মিয়া, বিল্লাল হোসেন ও নির্মল চন্দ্র বিশ^াসের নেতৃত্বে পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ফকিরনগর গ্রামে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ ঐ মাদক ব্যবসায়ীকে আটক করে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এস আই মোঃ আমিনুল ইসলাম।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মোক্তাদির হোসেন চৌধুরী আটকের সত্যতা স্বীকার করেছেন।