বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : জেলার কমলগঞ্জে প্রেসক্লাবের সামনেই প্রেসক্লাব সম্পাদক শাহীন আহমদকে বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগের নেতারা। তিনি দৈনিক সংবাদের কমলগঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ করেন। কমলগঞ্জ প্রেসক্লাবের সামনে আজ শনিবার বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সোয়া ১টার দিকে কমলগঞ্জ গণমহাবিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই যুগ্ম আহ্বায়ক হামিম মাহমুদ ও আমির মিয়া এবং ছাত্রলীগকর্মী শামিমের নেতৃত্বে তিনটি মোটরসাইকেলে করে ৮/১০ নেতা কমলগঞ্জ প্রেসক্লাবের সামনে আসেন। তারা অতর্কিতভাবে হামলা চালায় প্রেসক্লাব সম্পাদক সাংবাদিক শাহীন আহমদের ওপর। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।