শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ফতেহপুর গ্রামে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ফ্রি চেক আপ ও চিকিৎসা প্রদান করা হয়।
শুক্রবার দিনব্যাপী ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শান্তিগঞ্জ বাজারস্থ মা মেডিকেল সার্ভিসের আয়োজনে হতদরিদ্র ২০০ জন রোগীকে ফ্রি চেকআপ ও চিকিৎসা প্রদান করা হয়।
ডাঃ পিন্টু কুমার দাস জানান, আমার জন্মস্থান নিজ গ্রামের হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছি। আগামীতে উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে ক্যাম্প করে চিকিৎসা প্রদান করবো।