রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
কেন্দ্রীয় কর্মসূচী অনুয়ায়ী হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কমিটি ও দুটি ইউনিয়ন কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুর ১২ ঘটিকায় উপজেলার শান্তিগঞ্জ বাজার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কমিটির সভাপতি ও দরগাপাশা ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বাঁধ বিষয়ক সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি রাধিকা রঞ্জন তালুকদার, সহ-সভাপতি সাজ্জাদুর রহমান, জিয়া উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সঈদ, বাঁধ বিষয়ক সম্পাদক ডাঃ নজরুল ইসলাম, আইটি বিষয়ক সম্পাদক রুহুল আমিন প্রমূখ।
এ সময় উপস্হিত ছিলেন সহ-সভাপতি আব্দুর রহমান, পাভেল আহমদ, মাহমুদ মিয়া, সৈয়দ আসাদুজ্জামান, আব্দুল ইসলাম মিলন, আব্দুল মোকাব্বির খোকন, ইলিয়াছ আলী, প্রদীপ কুমার দাশ, শোভন দেব, শৈলেন সূত্রধর, দূর্জয় সূত্রধর, ছালিক, আহমদ, কৃষকবৃন্ধ ও সর্বস্তরের জনগণ।
দুপুর ২ ঘটিকায় পাথারিয়া ইউনিয়নের গনিগঞ্জ বাজারে পাথারিয়া ইউনিয়ন কমিটির আহবায়ক ও উপজেলা কমিটির বাঁধ বিষয়ক সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে এবং ইউনিয়ন কমিটির যুগ্ম-আহবায়ক ছাব্বির আহমদ ছাব্বিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কমিটির সহ-সভাপতি সাজ্জাদুর রহমান, জিয়া উদ্দিন, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বাঁধ বিষয়ক সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সঈদ, আইটি বিষয়ক সম্পাদক রুহুল আমিন, দরগাপাশা ইউনিয়ন কমিটির সদস্য সচিব সৈয়দ আসাদুজ্জামান, পাথারিয়া ইউনিয়ন কমিটির ফখরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, কবির আহমদ, সালমান আহমদ, জিয়া উদ্দিন, মাস্টারনুরুল ইসলাম, জেলা শ্রমিকলীগের হারুনুর রশিদ হারুন প্রমূখ।
অন্যদিকে বিকাল ৪ ঘটিকায় দরগাপাশা ইউনিয়নের ছয়হাড়া পয়েন্টে ইউনিয়ন কমিটির আহবায়ক মাহফুজ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি সাজ্জাদুর রহমান, জিয়া উদ্দিন, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বাঁধ বিষয়ক সম্পাদক ওবায়দুল হক মিলন, উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সঈদ, আইটি বিষয়ক সম্পাদক রুহুল আমিন, সদস্য ছালিক আহমদ প্রমুখ।
এ সময় শহীদ চৌধুরী, ফখরু মিয়া, বেলায়েত হোসেনসহ হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ, কৃষকবৃন্দ প্রমুখ।