মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ৫৭ লক্ষ ৫৪ হাজার ৯৮৬ টাকা ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সম্ভাব্য আয় ও ব্যয়ের খসড়া বাজেট ঘোষণায় দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনির উদ্দিনের সভাপতিত্বে ও উদ্যোক্তা সৈয়দ আসাদুজ্জামানের পরিচালনায় উন্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ইএলজি প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক অমিতাভ সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ, স্থানীয় সরকার বিভাগের জেলা সমন্বয়ক আবু ফারাহ মোহাম্মদ সালেহ, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মো. নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার মো. আতাউর রহমান, উপজেলা খাদ্য অফিসার মো. রোমানা আফরোজ, ইউপি সদস্য বদরুল ইসলাম, ইউপি যুবলীগ নেতা আবু খালেদ চৌধুরী রুবেল, শিক্ষক মিজানুর রহমান কৃষক প্রতিনিধি শাহীন আহমদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, ইউপি সদস্য শেখ আব্দুল্লাহ, এলাইছ মিয়া, সমুজ আলী, আবদুল হক, ফারুক মিয়া, পায়েল আহমদ, কবিতা দাশ, বিভা রানী দাশ, সিরিয়া বেগমসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ। সভায় ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি সচিব ইয়াসমিন হোসনে আরা।