রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ:
“শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে মাতা-পিতাকে উৎসাহিত করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে একটি র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। র্যালী পরবর্তী আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক মাসুক আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: সফি উল¬াহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা লিয়াকত আলী, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষন চক্রবর্তী, স্বাস্থ্য পরিদর্শক রজত ভূষন রায়, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর শহিদুল¬াহ, নওশাদ মিয়া, সহকারী স্বাস্থ্য পরিদর্শক গৌরি রানী ভট্রাচার্য্য, আব্বাস উদ্দিন, মলি¬কা দাস, অসীম রায়, জ্যোতির্ময় দাস, হোসেন আলী,হেমেন্দ্র দাস প্রমুখ৷