মঙ্গলবার, ১৫ Jul ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জে বিনা শুল্কে চোরাই পথে নিয়ে আসা একটি ঘোড়ার চালান আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) বাংলাদেশ।
রবিবার ভোররাতে জেলার বিশ্বম্ভরপুরের সীমান্তগ্রাম শরিফগঞ্জ থেকে ঘোড়ার চালানটি আটক করা হয়।
২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) বাংলাদেশ সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম এতথ্য নিশ্চিত করে জানান, ব্যাটালিয়নের বিশ্বম্ভরপুরের মাছিমপুর বিওপির বিজিবি টহদল দল সীমান্তগ্রাম শরিফগঞ্জ থেকে ভারতীয় তিনটি ঘোড়া আটক করেন।
বিনা শুল্কে সীমান্তের ওপার থেকে নিয়ে আসা ঘোড়ার চালানটি ১ লাখ ২৫ হাজার টাকা মুল্য নির্ধারণ করে জব্দ তালিকা করা হয়।