শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের আটপুড়িয়া গ্রামের বাসিন্দা ও জগদল আল-ফারুক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক কিরণ শংকর চক্রবর্তী ওরফে ভানু চক্রবর্তীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে, ডাকাতের হামলায় শিক্ষক ও তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। এ সময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ অন্তত ৫ লাখ টাকার মালামাল লুট করে ডাকাতরা। গ্রামবাসি ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ১০-১২ জনের একদল ডাকাত ইঞ্জিন চালিত নৌকা দিয়ে তাদের বাড়িতে হানা দেয় এবং ঘরের সামনের দরজা ভেঙ্গে প্রবেশ করে। ডাকাত দলের ৮-১০ জন ঘরে প্রবেশ করেই বাড়ির মালিক শিক্ষক ভানু চক্রবর্তী ও তার স্ত্রী অর্পণা চক্রবর্তীকে কুপিয়ে আহত করে এবং মেয়ে শ্রাবন্তী, ভাইয়ের মেয়ে অনামিকা ও পূর্ণিমাকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি চালায়। ডাকাতিকালে ঘরে থাকা ৭-৮ ভড়ি ওজনের স্বর্ণ, নগদ ২৫ হাজার টাকা ও স্ত্রী অর্পণা চক্রবর্তীর কানের লতি ছিড়ে স্বর্ণের দোল চিনিয়ে নিয়ে ডাকাতরা নির্বিঘেœ চলে যায়। ডাকাতরা বাড়ি থেকে নেমে গেলে তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। এ সময় গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। আশংকাজনক অবস্থায় শুক্রবার সকালে তাদেরকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার সুরত আলম। জানা গেছে, শিক্ষক ভানু চক্রবর্তী সুনামের সাথে দীর্ঘদিন ধরে জগদল আল-ফারুক উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। সকলের কাছে তিনি শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে পরিচিত, গত বছর তিনি পেনশন নেন। বৃহস্পতিবার পেনশনের কিছু টাকা তিনি বাড়িতে নিয়ে গেলে রাতেই তার বাড়িতে ডাকাত হানা দেয়। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।