শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ৪২, ৪৪ ও ৪৫ বাঁধের কাজ পরিদর্শন করা হয়।
জানা যায়, জামালগঞ্জ উপজেলায় ৬৯টি হাওর রক্ষা বাঁধের কাজ পর্যাক্রমে কাজ শুরু হচ্ছে। আর্থিক বছর ২০১৯- ২০২০ উপজেলার গুরুত্বপূর্ণ বাঁধের কাজ করা হবে, বাস্তবায়নে কাবিটা স্কীম ও উপজেলা মনিটরিং কমিটি। বাঁধ পরিদর্শন করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, জামালগঞ্জ শাখা কর্মকর্তা পাউবো উপসহকারী প্রকৌশলী মো. রেজাউল কবির, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. রজব আলী, সুনামগঞ্জ জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ, সাংবাদিক প্রতিনিধি অঞ্জন পুরকায়স্থ প্রমুখ।
হাওর রক্ষা বাঁধ সঠিক ভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন। নতুবা আইন অনুযায়ী অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।