শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০২:১৬ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : সৌদিআরবের মিনায় নিহত বাংলাদেশি হাজির সংখ্যা দাঁড়িয়েছে ১৩৭। এখনও নিখোঁজ রয়েছেন ৫৩ জন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সংবাদ সম্মেলনে তিনি জানান, ১৩৭ জনের মধ্যে ৯৬ জনের নাম পরিচয় পাওয়া গেছে। বাকিরাও বাংলাদশি বলে নিশ্চিত হওয়া গেছে। হজের শেষ আনুষ্ঠানিকতা মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের সময় গত ২৪ সেপ্টেম্বর পদদলিত হয়ে দেড় সহস্রাধিক হাজি নিহত হন। তবে হজের ইতিহাসে এটিই সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা। ওই ঘটনার জন্য অনেকে সৌদি কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেছেন।