আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২০ উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা প্রদান করেছে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং সুনামগঞ্জ জেলা প্রশাসন।
বুধবার মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং সুনামগঞ্জ জেলা প্রশাসন এর সহযোগিতায় নির্বাচিত ৫টি ক্যাটাগরীতে ৫জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে জয়িতা নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার ভৈরবহাটি গ্রামের ববিতা আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে নির্বাচিত হয়েছেন দিরাইর মেয়ে সুনামগঞ্জ শহরের পশ্চিম নতুনপাড়ার পান্না রানী তালুকদার, সফল জননী নারী ক্যাটাগরীতে বিশ্বম্ভরপুর উপজেলার মাঝাইর গ্রামের তারামনি শর্ম্মা, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরীতে দি হাঙ্গার-বাংলাদেশের উজ্জীবক, জামালগঞ্জ উপজেলার বসুন্ধবা আ/এ বাসিন্দা তাহমিনা বেগম।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম এর সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এসময় আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, সুনামগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা, মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপপরিচালক মো: আনিসুর রহমান, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, জেলা মহিলা সংস্থার সভানেত্রী ফৌজি আরা শাম্মসহ অন্যান্যরা। পরে অতিথিরা জয়ীতাদের হাতে সম্মাননা তুলে দেন।