শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : চর্বি কমাতে বিশ্বের সবচেয়ে ভারী মানুষটির আজ অস্ত্রোপচার হচ্ছে। বিশ্বের সবচেয়ে ওজনবিশিষ্ট এ ব্যক্তি আর তার রেকর্ড অক্ষুণœ রাখতে চাচ্ছেন না। তিনি বরং ওজন বেশ খানিকটা কমিয়ে দ্বিতীয়বারের মতো স্বাভাবিক মানুষ হতে যাচ্ছেন। আর সে কারণেই আজ তার অস্ত্রোপচার। আরবোলেডাদ হাসপাতালের মেক্সিকো গ্যাস্ট্রিক বাইপাস ইউনিটে এ জন্য প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। তার নাম আন্দ্রেস মরেনো। ৩৭ বছরের এই মেক্সিকানের ওজন ৪৩৫ কেজি। বিশ্বরেকর্ড গড়েছেন। তবে এটা তার জন্য খুব একটা ভালো হয়নি। তাকে গত কয়েক বছর ধরে বিছানায় শুয়ে থাকতে হচ্ছে। চিকিৎসকেরা তার পেট থেকে প্রায় ৭০ শতাংশ চবি কেটে সরিয়ে ফেলার পরিকল্পনা করছেন। এই অস্ত্রোপচারে কিছুটা ঝুঁকি আছে, কিন্তু তবুও তিনি সেটা করতে নাছোড়বান্দা। তিনি তার বর্তমান জীবনকে কারাগার মনে করছেন। জন্মের সময় তার ওজন ছিল ৬ কেজি। ১০ বছর পর তার ওজন হয় ১২০ কেজি। এরপর থেকে তার ওজন বাড়তে থাকে অস্বাভাবিক হারে। মরেনো দ্বিতীয় মেক্সিকান হিসেবে বিশ্বের সবচেয়ে ভারী মানুষের স্বীকৃতি পেয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড থেকে। তার আগে ম্যানুয়েল উরিব ২০০৬ সালে মৃত্যুবরণের আগে পর্যন্ত ওই স্বীকৃতি পেয়েছিলেন। তার ওজন ছিল ৫৬০ কেজি। দেশটিকে স্থূল লোকদের সংখ্যা অন্য যেকোনো দেশের চেয়ে বেশি। সেখানকার ৭০ ভাগ লোক স্থূল। আর এক তৃতীয়াংশ অতিমোটা হিসেবে পরিচিত। বেশি ওজন থাকলে যা হয়, তা-ই হচ্ছে। প্রতি বছর সেখানে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে মারা যায় অন্তত ৮০ হাজার লোক।