মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে নূরানী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন দিরাইয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি এনামুল হক চৌধুরীর মতবিনিময় তফসিল ঘোষণার পরও ঝুলছে প্রার্থীদের পোস্টার-লিফলেট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দিরাইয়ে যথাযথ মর্যাদায় রোকেয়া দিবস ও দুর্নীতি বিরোধী দিবস পালিত শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার
এদারার কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৬.০৩%

এদারার কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৬.০৩%

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:

দেশের প্রাচীনতম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান সমূহের তত্ত্বাবধানকারী শিক্ষা বোর্ড ‘আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশ’-এর ১৪৪২ হিজরি মুতাবেক ২০২১ সালের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল গত ৯ মে রোববার তারিখে বোর্ডের সিলেট শহরের সোবহানীঘাটস্থ অফিসে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হয়। ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শায়খুল হাদিস মাওলানা মুহিব্বুল্লাহ গাছবাড়ি। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের সভাপতি মাওলানা জিয়া উদ্দিন, মহাসচিব মাওলানা আব্দুল বছীর, মাওলানা এনামুল হক বহরগ্রামী, হাফিয মাওলানা মুহসিন আহমদসহ বোর্ডের কর্মকর্তাবৃন্দ।

বোর্ড সূত্রে জানা যায়, ঘোষিত ফলাফল অনুযায়ী এ বছর মোট মুমতায (এ প্লাস) পেয়েছে ১ হাজার ৭১৮ জন, জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) পেয়েছে ৩ হাজার ৫৪৮ জন, জায়্যিদ (দ্বিতীয় বিভাগ) পেয়েছে ২ হাজার ১৩১ জন, মকবুল (তৃতীয় বিভাগ) পেয়েছে ৩ হাজার ২৪১ জন। মোট কৃতকার্য ১০ হাজার ৬৩৫ জন, অকৃতকার্য ১ হাজার ৭২৭ জন। পাসের হার ৮৬ দশমিক ০৩ শতাংশ।

সূত্র মতে, ফযিলত বর্ষে মুমতায পেয়েছে ৪৪ জন, জায়্যিদ জিদ্দান ২১৬ জন, জায়্যিদ ২৮৯ জন, মকবুল ২৯৮ জন, কৃতকার্য ৮৪৪ জন ও অকৃতকার্য ১৪৯ জন, পাসের হার ৮৪ দশমিক ৯৯ শতাংশ।

সানাবিয়্যা উলয়ায় মুমতায পেয়েছে ১৪০ জন, জায়্যিদ জিদ্দান ৩১৯ জন, জায়্যিদ ১৯৪ জন, মকবুল ২০৫ জন, কৃতকার্য ৮৫৮ জন ও অকৃতকার্য ১৪৩ জন। পাসের হার ৮৫ দশমিক ৭১ শতাংশ।

সানাবিয়্যা আম্মাহে মুমতায পেয়েছে ১৬৬ জন, জায়্যিদ জিদ্দান ৩৭৮ জন, জায়্যিদ ২৫০ জন, মকবুল ২৩৩ জন, কৃতকার্য ১ হাজার ২৭ জন ও অকৃতকার্য ১৪৭ জন। পাসের হার ৮৭ দশমিক ৪৮ শতাংশ।

মুতাওয়াসসিতায় মুমতায পেয়েছে ১৫৯ জন, জায়্যিদ জিদ্দান ৩৮৪ জন, জায়্যিদ ২৭০ জন, মকবুল ৪৭৮ জন, কৃতকার্য ১ হাজার ২৯১ জন ও অকৃতকার্য ২শত জন। পাসের হার ৮৬ দশমিক ৫৯ শতাংশ।

ইবতেদাইয়্যায় মুমতায পেয়েছে ৬৫৩ জন, জায়্যিদ জিদ্দান ১ হাজার ৪১৪ জন, জায়্যিদ ৫৬৫ জন, মকবুল ১ হাজার ২৮৯ জন, কৃতকার্য ৩ হাজার ৯২১ জন ও অকৃতকার্য ৪৫০ জন। পাসের হার ৮৯ দশমিক ৭০ শতাংশ।

হিফয বিভাগে মুমতায পেয়েছে ৫১১ জন, জায়্যিদ জিদ্দান ৪৫২ জন, জায়্যিদ ১২৩ জন, মকবুল ৪২ জন, কৃতকার্য ১ হাজার ১২৮ জন ও অকৃতকার্য ১৭৪ জন। পাসের হার ৮৬ দশমিক ৬৪ শতাংশ।

মহিলা বিভাগের ফযিলতে মুমতায পেয়েছে ১৪ জন, জায়্যিদ জিদ্দান ১৫৫ জন, জায়্যিদ ২২১ জন, মকবুল ২৭৪ জন, কৃতকার্য ৬৬৪ জন ও অকৃতকার্য ১৭৪ জন। পাসের হার ৭৯ দশমিক ২৪ শতাংশ।

সানাবিয়্যায় মুমতায পেয়েছে ১১ জন, জায়্যিদ জিদ্দান ১০৩ জন, জায়্যিদ ১৩৫ জন, মকবুল ১২০ জন, কৃতকার্য ৩৬৯ জন ও অকৃতকার্য ৭২ জন। পাসের হার ৮৩ দশমিক ৬৭ শতাংশ।

মুতাওয়াসসিতায় মুমতায পেয়েছে ২০ জন, জায়্যিদ জিদ্দান ১২৭ জন, জায়্যিদ ৮৪ জন, মকবুল ৩০২ জন, কৃতকার্য ৫৩৩ জন ও অকৃতকার্য ২১৮ জন। পাসের হার ৭০ দশমিক ৯৭ শতাংশ।

নূরানী বিভাগে এ প্লাস পেয়েছে ২৫৫ জন, এ গ্রেড ৪৫১ জন, বি গ্রেড ৬০৬ জন, সি গ্রেড ৪২০ জন, ডি গ্রেড ৭৯ জন, এফ গ্রেড ৩৮৭ জন, কৃতকার্য ১ হাজার ৮১১ জন। পাসের হার ৮২ দশমিক ৩৯ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com